শিরোনাম
বাঙালি হবে বিশ্বের উন্নত জাতি: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৮, ২০:১৭
বাঙালি হবে বিশ্বের উন্নত জাতি: পররাষ্ট্রমন্ত্রী
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে নৌকায় ভোট দিয়ে বর্তমান সরকারের ধারাবাহিকতা রাখতে হবে। সরকার কিছু পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সেগুলো বাস্তবায়ন করতে আরো সময় প্রয়োজন। এজন্য সমাজের শিক্ষিত, গ্রহণযোগ্য ব্যক্তিকে অবদান রাখতে হবে।


শনিবার সকালে উপজেলার ঘন্টাঘর বাজারের নেপালী কর্নারে উপজেলা শিক্ষক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, দারিদ্রশূন্য দেশ গড়তে ক্ষমতায় গেলে প্রবৃদ্ধি দুই ডিজিটে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার। বাঙালি হবে সারা বিশ্বের মাঝে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত জাতি।


শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের যত্নশীল ও দায়িত্ব কর্তব্য পরায়ন হতে হবে। পাশাপাশি অভিভাবকদের প্রতি তিন মাস অন্তর প্রতিষ্ঠানে গিয়ে সন্তানের খোঁজ-খবর নিতে হবে। শিক্ষা ব্যবস্থ্যকে ঢেলে সাজাতে সরকার কাজ করে যাচ্ছে।


শিক্ষকদের দাবিগুলো ধারাবাহিকভাবে মেনে নেয়া হচ্ছে উল্লেখ করে আবুল হাসান মাহমুদ আলী বলেন, শিক্ষকদের উন্নত প্রশিক্ষণ দেয়া ছাড়াও প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নতুন নতুন ধারণা বের করে যাচ্ছেন। তাঁর ভিশন হলো ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ ও জাতি গঠন করা।



উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চিরিরবন্দর উপজেলা শিক্ষক সমিতির অধ্যক্ষ আহসানুল হক মুকুলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গোলাম আযম পারভেজ, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, কারেন্টহাট ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক সাদাকাত আলী খান, ইছামতি মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনুর রশিদ, রাণীরবন্দর মহিলা কলেজের অধ্যক্ষ তফিকুল ইসলাম মিন্টু, চিরিরবন্দর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল রঞ্জন রায় প্রমুখ।


বিবার্তা/মিজান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com