শিরোনাম
টাঙ্গাইলে জাতীয় পতাকা বিক্রির ধুম
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৩
টাঙ্গাইলে জাতীয় পতাকা বিক্রির ধুম
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশের মতো টাঙ্গাইলেও জাতীয় পতাকা বিক্রির ধুম লেগেছে। ডিসেম্বর মাসে মূলত বিজয় দিবসকে কেন্দ্র করেই এই পতাকা বিক্রির হিড়িক লেগে গেছে। অফিস-আদালত, দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিজয় দিবসে পতপত করে উড়বে লাল-সবুজের পতাকা। বাড়ির ছাদে, বারান্দায়, গাড়িতে, রিকশায় লাল সবুজের পতাকা উড়তে দেখা যায়।


জেলার রাস্তায় রাস্তায় বাঁশের সাথে ছোট বড় পতাকা বেঁধে বিক্রি করছেন মৌসুমি বিক্রেতারা। বিজয় দিবসকে সামনে রেখে পতাকা কিনছেন অনেকেই। সারাবছর অন্য পেশায় জীবিকা নির্বাহ করলেও ডিসেম্বর, ফেব্রুয়ারি আর মার্চ মাসে অনেকে পতাকা বিক্রি করে জীবন ধারণ করেন। মূলত এই মাসগুলোতে পতাকা বেশি বিক্রি হয়।



টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কথা হয় পতাকা বিক্রেতা রফিকুল ইসলামের সাথে তিনি বলেন, ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকা দামের পতাকা রয়েছে তার কাছে। প্রতিদিন ৮০০ থেকে ১০০০ টাকা বিক্রি করতে পারেন। এর মধ্যে ৩০০ থেকে ৪০০ টাকা লাভ হয় বলে জানান এই বিক্রেতা। বিজয় দিবস যত ঘনিয়ে আসছে ততই পতাকা বিক্রি বাড়ছে বলে জানান এ বিক্রেতা।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com