শিরোনাম
ওসির হস্তক্ষেপে সন্তানের ঘরে ঠাঁই হলো বৃদ্ধার
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৮:০৫
ওসির হস্তক্ষেপে সন্তানের ঘরে ঠাঁই হলো বৃদ্ধার
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যে ছেলেকে সবচেয়ে বেশি ভালোবেসে জমিজমা লিখে দিয়েছিলেন, সেই ছেলের লাথির শিকার হয়েছেন হতভাগী বৃদ্ধা। জনসম্মুখেই সেই ছেলের কাছে অপমানিত হতে হয়েছে তাকে।


নাটোরের সিংড়া উপজেলা কুষাবাড়ী গ্রামের মৃত হুসেন প্রামাণিকের স্ত্রী রহিমা বেওয়া। প্রায় ১০ বছর আগে স্বামীকে হারিয়েছেন। তারপর থেকে সাত ছেলে-মেয়ের পরিবারের সাথে জীবন যাপন করে আসছেন।


মেজ ছেলে বেল্লাল হোসেন একটু বেশি আদরের হওয়ায় সম্প্রতি তাকে জমিজমা ও ঘরবাড়ি লিখে দেন তিনি। শুক্রবার সকালে সেই বেল্লালের কাছে টাকা চেয়েছিলেন বৃদ্ধা মা রহিমা। কিন্তু টাকা তো দূরের কথা, বরং মায়ের মুখে লাথি মেরে ফেলে দেয় বেল্লাল! এমনকি, গ্রাম্যপ্রধানদের সামনেই মাকে মারধর করে সে!


থানার সামনেই একজন ষাটোর্ধ্ব বৃদ্ধা মহিলাকে কাঁদতে দেখে স্থানীয় সাংবাদিকরা সিংড়া থানার ওসি মনিরুল ইসলামকে জানায়। বৃদ্ধার ছেলে বেল্লালকে থানায় ডেকে বোঝান ওসি। পরে মাকে তার হাতে তুলে দেন তিনি। মায়ের সব দায়িত্ব বুঝে নেয় বেল্লাল।


সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, কোনো ছেলে তার মায়ের মুখে লাথি মেরে ফেলে দিতে পারে এটা অমানবিক বিষয়। ছেলে বেল্লাল হোসেনকে আটক করে থানায় নিয়ে তার মাকে হাতে তুলে দিয়েছি। সে তার মায়ের সব দায়িত্ব সঠিকভাবে পালন করবে বলে অঙ্গীকার করেছে।


বিবার্তা/রাজু/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com