শিরোনাম
জলাতঙ্ক নির্মূলে টিকাদান কর্মসূচি বিষয়ক সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৪:৫২
জলাতঙ্ক নির্মূলে টিকাদান কর্মসূচি বিষয়ক সভা অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ থেকে জলাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের উপর টিকাদান কর্মসূচী বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম।


সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলার ইউএনও আমিন আল পারভেজ, পৌর মেয়র আব্দুল জলিল, স্বাস্থ্য অধিদফতরের র‌্যাবিস কন্ট্রোল কনসালটেন্ট ডা. সৌরভ হোসেন প্রমুখ।


এই কর্মসূচির আওতায় জেলার ৯টি উপজেলায় ১৬৩টি টিম সম্ভাব্য ২০ হাজার ৪শ’ কুকুরকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসার জন্য কাজ করবে।


বক্তারা এসময় জলাতঙ্ক নির্মূলে টিকাদানের পাশাপাশি কুকুরের জন্ম নিয়ন্ত্রণে কর্মসূচি গ্রহণের পরামর্শ প্রদান করেন।


স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং মৎস্য ও পানিসম্পদ বিভাগ কর্মসূচিটি বাস্তবায়ন করছে।


বিবার্তা/সৌরভ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com