শিরোনাম
ইজেতেমার মাঠে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৭
ইজেতেমার মাঠে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টঙ্গীর বিশ্ব ইজেতেমার মাঠে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও পূর্ব ঘোষিত দিনে শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা অনুষ্ঠানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটের একটি রেস্টুরেন্টে কুষ্টিয়া জেলা তাবলীগ ও উলামা পরিষদের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


এতে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা তাবলীগের শীর্ষ মুরুব্বি মাওলানা মুফতি আব্দুল হামিদ।


বক্তব্যে তিনি বলেন, তাবলীগ জামাতে মজলিসে সুরার অন্যতম মুরব্বী মাওলানা সাদ আহম্দে একজন পথভ্রষ্ট ও ভুল ব্যাখ্যাদানকারী হিসেবে ধর্মপ্রাণ মুসলিমদের নানা ভাবে বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টি করে চলেছে। যা গত ১ ডিসেম্বর টঙ্গীস্থ ইজতেমা ময়দানে মাঠ প্রস্তুতে কর্মরত মুসল্লিদের উপর হামলা ও হত্যাকাণ্ডে মধ্যদিয়ে স্পষ্ট হয়েছে।


এসময় তিনি আরো বলেন, এ ঘটনার ফলে প্রতিবছরের ন্যায় এবছরেও অনুষ্ঠিত ইজতেমা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই পরিস্থিতির অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ ইজতেমা নিশ্চিত করে এবং ওই নৃশংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণে সরকার ও প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।


এসময় সেখানে জেলা তাবলীগের নেতৃত্বদানকারী ওলামা পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com