শিরোনাম
খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৮, ১৩:৪১
খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


রবিবার রাতে খালিশপুরের বিআইডিসি রোডে প্লাটিনাম জুবিলি জুট মিলের দ্বিতীয় গেইট এলাকায় এ ঘটনা ঘটে।


দগ্ধরা হলেন- ওই এলাকার জাফর ঢালীর স্ত্রী আনোয়ারা বেগম (৫০), একই এলাকার ইউসুফ শেখের ছেলে রিফাত (৮) ও বাবুল শেখের ছেলে জিহাদ (১৮)।


খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান, আনোয়ারা রাতে গ্যাসের চুলা ধরাতে গেলে রান্নাঘরে আগুন ধরে যায়। এতে আনোয়ারার শরীরেও আগুন লাগে। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হয় জিহাদ ও রিফাত।


তিনি জানান, আগে থেকে সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে রান্নাঘরে গ্যাস জমা হয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে সারা ঘরে ছড়িয়ে পড়ে।


ওসি আরো জানান, দগ্ধ তিনজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com