শিরোনাম
লালমনিরহাটের ৫ হেবিওয়েট প্রার্থীর কার সম্পদ কতো?
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:২১
লালমনিরহাটের ৫ হেবিওয়েট প্রার্থীর কার সম্পদ কতো?
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচন কমিশনে দেয়া প্রার্থীদের হলফনামা নিয়ে জনমনে কৌতূহল ততই বাড়ছে। এতে পিছিয়ে নেই লালমনিরহাটের ভোটাররাও।


লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীসহ বিভিন্ন দলের ২৫জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু যাচাই-বাছাইয়ে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল হলে তিন আসনে ২০জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে পাঁচজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। যাদেরকে নিয়ে আগ্রহ বেশি সাধারণ ভোটারদের।


রবিবার হলফনামায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।


সংসদীয় আসন ১৬ লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতিবান্ধা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা বিএসসি, পেশা-ব্যবসা। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। বার্ষিক আয় ২৫ লাখ ৭৩ হাজার ৬০৪ টাকা। ব্যবসা থেকে আয় ১০ লাখ টাকা, চাকরির বেতন-ভাতা ৬ লাখ ৬০ হাজার টাকা।


সংসদীয় আসন ১৭ লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনে আওয়ামী লীগের প্রার্থী সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের হলফনামায় তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৩৪ লাখ ৪৫ হাজার ৮৫৫ টাকা। তার কোনো ব্যাংক ঋণ নেই। শিক্ষাগত যোগ্যতা স্নাতক (পাশ) বি,কম, পেশা ব্যবসা, তার বিরুদ্ধে কোনো মামলা নেই। স্থাবর সম্পদ পৈতৃক সূত্রে পাওয়া ২৫ বিঘা কৃষি জমি, দশমিক ৭২ একর অকৃষি জমির মূল্য ৭ লাখ টাকা ও একটি দ্বিতল বাড়ি রয়েছে যার মূল্য ৩০ লাখ টাকা। মৎস্য খামার ৩৫ বিঘা।


সংসদীয় আসন ১৭ লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী রোকন উদ্দিন বাবুলের হলফনামায় গৃহীত সম্পত্তি, মৎস্য চাষ ও পারিতোষিক ভাতাকে আয় হিসেবে দেখিয়েছেন তিনি। এসব খাত থেকে বছরে তার আয় ২৭ লাখ ৫০ হাজার ৮৬০ টাকা। অস্থাবর সম্পদ নগদ ৫১ লাখ ৪৫ হাজার ২৮০ টাকা, ৮৫ হাজার টাকা মূল্যেও একটি গাড়ি, ২৫ তোলা স্বর্ণ। স্থাবর সম্পদ পৈতৃক সূত্রে পাওয়া ৮ দশমিক ৫৮ একর কৃষি জমি, দশমিক ৭২ একর অকৃষি জমি ও একটি বাড়ি রয়েছে যার মূল্য ২৮ লাখ টাকা। তার হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ, পেশা-ব্যবসা দেয়া আছে।


সংসদীয় আসন ১৮ লালমনিরহাট-৩ (সদর) আসনের মহাজোট থেকে মনোনীত জাতীয় পার্টির প্রার্থী সাবেক বে-সরকারি বিমান ও পর্যটন মন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরের হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল), রাজনীতিবিদকে (কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি) পেশা হিসেবে উল্লেখ করেছেন। তার বার্ষিক আয় ৭৩ লাখ ৯৪ হাজার ৪০৮ টাকা। স্থাবর ১১.৫০ শতাংশ জমিসহ সেমি পাকা বাড়ি যার মূল্য ৬ লাখ ৩৮ হাজার টাকা। ঢাকা উত্তরার ৭নং সেক্টরে চার তলা বিশিষ্ট একটি বাড়ি আছে যার মূল্য দেয়া হয়েছে ৬ লাখ ৬১ হাজার ৪১১ টাকা। তার কোনো ব্যাংক ঋণ নেই।


সংসদীয় আসন ১৮ লালমনিরহাট-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার শিক্ষাগত যোগ্যতা এমএ পাশ। তার বিরুদ্ধে ১৮টি রাজনৈতিক মামলা রয়েছে। দুইটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। পেশা শিক্ষকতা, চিকিৎসা, আইন পরামর্শক ও ব্যবসা। হলফনামায় গৃহীত সম্পত্তি, মৎস্য চাষ ও পারিতোষিক ভাতাকে আয় হিসেবে দেখিয়েছেন তিনি। এসব খাত থেকে বছরে আয় ১ কোটি ৩৭ লাখ ৫ হাজার ৪৯১ টাকা। অস্থাবর সম্পদ নগদ ৭৫ লাখ ৭৪ হাজার ৯১০ টাকা মূল্যের কয়েকটি গাড়ি, ১০ ভরি স্বর্ণ। স্থাবর সম্পদ পৈতৃক সূত্রে পাওয়া ২০ দশমিক ৭৪ একর কৃষি জমি। রংপুরে দশমিক ৩২ একর ও লালমনিরহাটে দশমিক ৬৫ একর অকৃষি জমি এবং ঢাকার বনানীতে ৫ কাঠার একটি প্লট রয়েছে যার মূল্য ৫৪ লাখ ৬৬ হাজার ১৫৪ টাকা।


এই ৫ জনেই লালমনিরহাটে হেবিওয়েট প্রার্থী। যাচাই বাছাইয়ে আরো এক হেবিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।


বিবার্তা/জিন্না/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com