শিরোনাম
বদির গাড়িতে গুলি বর্ষণের ঘটনায় মামলা
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১১:০০
বদির গাড়িতে গুলি বর্ষণের ঘটনায় মামলা
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর বহমান বদির গাড়িতে গুলিবর্ষণের ঘটনায় টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল্লাহসহ ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।


ক্ষতিগ্রস্ত গাড়ি চালক খোরশেদ আলম বাদী হয়ে শনিবার সকালে টেকনাফ মডেল থানায় মামলাটি করেন বলে জানা গেছে।


মামলার বাকি আসামিরা হলেন- সালাউদ্দিন হেলাল ও রুহুল আমিন। তারা দুইজনই বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহর শ্যালক।


টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, শনিবার সকালে সাংসদের গাড়িচালক বাদী হয়ে এমপি আব্দুর রহমান বদিসহ অপরাপর যাত্রীদের হত্যাচেষ্টার ঘটনায় একটি মামলা করেছেন। মামলার আসামিদের ধরতে পুলিশের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।


শুক্রবার (৩০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উখিয়া থেকে টেকনাফ ফেরার পথে কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদির গাড়িতে গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত না হলেও এমপি বদিকে বহনকারী গাড়ির পেছনের গ্লাস ঝাঁঝরা হয়ে যায়।


এ ঘটনার পর বদি দাবি করেন, টেকনাফে ফেরার পথে হোয়াইক্যং কাঞ্জরপাড়া এলাকায় পৌঁছলে গাড়ির পেছন থেকে গুলি চালানো হয়। ওই সময় রাতের অন্ধকার হলেও একজন মোটা, আরেকজন একটু চিকন আকৃতির লোক পালিয়ে যেতে দেখেছেন তিনি।


বিবার্তা/মানিক/জহির


>>বদির গাড়িতে দুর্বৃত্তদের গুলি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com