শিরোনাম
নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:৩৩
নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জ শহরের শহীদনগর এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাসান (৩৮) নামে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও মাদক বিক্রেতা নিহত হয়েছে।


রবিবার ভোররাতে এ ঘটনা ঘটে। এতে র‍্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। র‌্যাব জানিয়েছে, হাসান ২০ মামলার আসামি ও মাদক ব্যবসায়ী।


এ সময় ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তল ও দুই হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।


র‌্যাব-১১ জানিয়েছে, রবিবার ভোররাত ৪টার দিকে নগরীর শহীদনগরের জিয়ারা আলামিন নগর এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালায়। এই সময় দরজা খোলার জন্য টোকা দিলে ভেতর থেকে মাদক ব্যবসায়ীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে থাকে। জবাবে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে।


পরে ভেতরে প্রবেশ করে হাসানের গুলিবিদ্ধ দেহ পরে থাকতে দেখে দ্রুত তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


হাসান এলাকার মৃত ইয়াসিন ভুইয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক, মারামারি-সন্ত্রাসী কার্যক্রমসহ ২০টি মামলা রয়েছে।


র‌্যাব জানিয়েছে, প্রতিটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল এবং সে পলাতক ছিল।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com