শিরোনাম
ইজতেমা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব-পুলিশ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৮, ১৪:১৫
ইজতেমা মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব-পুলিশ
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সা’দ কান্ধলভী ও মাওলানা জুবায়েরপন্থী তাবলীগ-জামাতের মুসল্লিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর মুসল্লিদের সংঘর্ষ নিয়ন্ত্রণে ইজতেমা ময়দানের আশে পাশে অবস্থান নিয়েছেন র‍্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


শনিবার ভোর সাড়ে ৫টা থেকে এই সংঘর্ষ শুরু হয় বলে গণমাধ্যমকে জানিয়েছে টঙ্গী পূর্ব থানার ওসি এমদাদুল হক একথা জানিয়েছেন।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, ভোর রাত থেকেই বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের সমর্থিত তাবলীগ-জামাতের মুসল্লিরা অবস্থান করছিলেন। ফজরের নামাজের আগে থেকে সা’দপন্থী মুসল্লিরা লাঠি, ছাতা ও ব্যাগ নিয়ে ইজতেমা মাঠের অন্যদিক দিয়ে প্রবেশ করতে শুরু করে।


ফজরের নামাজের পর থেকে সা’দপন্থী মুসল্লিরা জুবায়েরপন্থী মুসল্লিদের ইজতেমা মাঠ থেকে বের করে দেয়ার চেষ্টা করে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জনেরও বেশি মুসল্লি আহত হয়েছেন। তাদেরকে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


টঙ্গী পূর্ব থানার ওসি এমদাদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ চেষ্টা করছে। পাশাপাশি র‌্যাব সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছে।


এর আগে সকাল থেকে ঢাকা অভিমুখী ও ঢাকা থেকে গাজীপুর অভিমুখী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।


বিবার্তা/তুহিন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com