শিরোনাম
‘দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশের কল্যাণে দরবার কাজ করছে’
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৮, ১২:৫০
‘দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশের কল্যাণে দরবার কাজ করছে’
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আমীরে হিযবুল্লাহ ছারছীনার পীর ছাহেব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা. জি. আ.) বলেছেন, ছারছীনা দরবার দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে সহীহ আমল আক্বীদা সম্পন্ন একদল দেশপ্রেমিক মানুষ তৈরির সুমহান দিশা দিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠালগ্ন থেকেই। আর এই সুমহান লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে নিয়েই আল্লামা শাহসূফী নেছারুদ্দীন আহমদ (রহঃ) বাংলাদেশের এক অজপাড়ায় ছারছীনা নামক স্থানে এ দরবার প্রতিষ্ঠা করেন। এ দরবার আদর্শ ও আমলের ব্যাপারে কারো সাথে আপোষ করেনি আর ভবিষ্যতেও করবে না ইনশাআল্লাহ।


পীর ছাহেব আরো বলেন, ওয়াজ মাহফিল হয় আমলের জন্য যাতে সমাজ ও দেশে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। পীর ছাহেব মাহফিলে আগত হাজার হাজার ধর্ম প্রাণ মুসল্লীদের উদ্দেশ্যে বলেন এ হক ছেলছেলার দাওয়াত বেশি বেশি দিবেন। ভালো মন্দ নির্বিশেষে সকল মুসলমানের কাছে আপনাদের এ দাওয়াত পৌঁছে দিন। আর বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কায়েম করবেন। সন্তানকে সুনগারিক ও দেশ প্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য দীনিয়া মাদরাসা ভর্তি করাবেন এবং সাধ্যানুযায়ী আপনারা নিজ নিজ এলাকায় এই দীনিয়া মাদরাসা প্রতিষ্ঠা করবেন।


শুক্রবার ছারছীনা দরবার শরীফের ১২৮তম তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের শেষ দিন বাদ জুময়া হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাতের পূর্বে এ কথা বলেন।



মাহফিলের শেষ দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করেন, বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহর নায়েবে আমীর ও হযরত পীর ছাহেব কেবলার বড় জামাতা হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, ছারছীনা দারুস্সুন্নাত আলিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহা. সিরাজুম মুনীর তাওহীদ, মাওলানা মুহা. রূহুল আমীন আফসারী, মাওলানা মুহা. বোরহান উদ্দীন ছালেহী প্রমুখ।


এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, বরিশাল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন (বাবু), নেছারাবাদ থানা ওসি কে এম তারিকুল ইসলাম, স্বরূপকাঠি পৌরসভার মেয়র জি এম কবিরসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


পরিশেষে বাদ জুময়া হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করবেন।


বিবার্তা/বশির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com