শিরোনাম
বিধবার জায়গা দখল ও কোটি টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৮, ১২:২৬
বিধবার জায়গা দখল ও কোটি টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের আলীকদম উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের চারাবটলী এলাকার ছেনুয়ারা বেগম নামে এক বিধবা নারীর জায়গা জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, ইতিমধ্যে ১০ একর জায়গার ওপর রোপিত প্রায় এক কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ কেটে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। এছাড়া চাঁদা দাবিসহ প্রাণ নাশের হুমকিও দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করেন ওই বিধবা নারী।


অসহায়ত্বের কারণে প্রতিপক্ষের লোকজন দিন দিন ওই নারীর জায়গা দখলে আরো মরিয়া হয়ে উঠে। এ ঘটনার প্রতিকার চেয়ে ছেনুয়ারা বেগম ৬ জনের নাম উল্লেখ করে প্রশাসনের বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন।


অভিযুক্তরা হলো- আলীকদম উপজেলার বাজার পাড়ার বাসিন্দা দয়াল চন্দ্র পালের ছেলে সৌরভ পাল ডালিম, নয়াপাড়া ইউনিয়নের ভরিরমুখ এলাকার মৃত আছত আলীর ছেলে মো. সোহেল, চৈক্ষ্যং ইউনিয়নের তারাবনিয়া চারাবটতলী এলাকার মৃত আবদু রশিদের ছেলে মো. জাফর, মৃত আবদুল মজিদের ছেলে সৈয়দ নুর, ওমর মাঝির ছেলে জাকারিয়া, আব্বাস আলীর ছেলে বেলাল।


এদিকে অভিযুক্ত সৌরভ পাল ডালিম জানান, ছেনুয়ারা বেগমের অভিযোগ সত্য নয়। আমরা আমাদের বন্দোবস্তিকৃত হোল্ডিংয়ের জায়গায় বতসঘর নির্মাণ করে আগে থেকেই ভোগ দখলে আছি এবং আমাদের সৃজিত বাগানের গাছ বিক্রি করেছি। কারো কাছে চাঁদা দাবির প্রশ্নই ওঠে না।


অভিযোগে জানা যায়, আলীকদম উপজেলার ২৮৯নং চৈক্ষ্যং মৌজার ৫৫নং গ্রোভ হোল্ডিংয়ের ২৫ একর জায়গা রফিকুল কাদের চৌধুরী থেকে ২০০৪ সালে নোটারী পাবলিকের মাধ্যমে কিনে নেন বিধবা ছেনুয়ারা বেগম। পরবর্তীতে হোল্ডিংয়ের মূল মালিক রফিকুল কাদের চৌধুরী মারা গেলে তার রেখে যাওয়া পাঁচ ওয়ারিশ থেকেও পূণরায় নোটারী পাবলিকের মাধ্যমে ২০১৭ সালের ৬ নভেম্বরে ঘোষণাপত্র নিয়ে ভোগ দখল করছেন তিনি।


অভিযুক্তরা গত ফেব্রুয়ারি মাসে ছেনুয়ারা বেগমের ক্রয়কৃত তফসিলভূক্ত জায়গা ও সৃজিত বাগান থেকে ২০ হাজার সেগুন গাছ এবং ১৫০টি আম, জাম, লিচু, গাছ কেটে নিয়ে যায়। এক পর্যায়ে জায়গার বর্তমান মালিক ছেনুয়ারা বেগম জায়গার চারিদিকে ঘেরাবেড়া দেয়ার চেষ্টা করলে অভিযুক্তরা বাধা সৃষ্টি করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিলে কাজ ঘেরাবেড়া দিতে পারবেন, আর না দিলে জায়গা দখল দূরে থাক উল্টো প্রাণনাশের হুমকি প্রদান করেন অভিযুক্তরা।


জায়গার মালিক মৃত রফিকুল আমিন চৌধুরীর ছেলে মো. ইকবাল মাহমুদ চৌধুরী বলেন, জায়গায় যারা সমস্যা সৃষ্টি করছে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই। তারা একটি প্রভাবশালী রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে প্রভাব বিস্তার করছে মাত্র। এরা আমাদেরকেও জনসম্মুখে নানা ভাবে নাজেহাল করেছে।


স্থানীয় আব্দুল মালেকসহ অনেকে জানায়, আমরা ১৯৭৯ সালে বৈধভাবে সরকারের কাছ থেকে লিজ নিয়ে এই পাহাড়ি জায়গায় বাগান সৃজন করেছি। এখন দেখি আমার আত্মীয় মরহুম রফিকুল আমিন চৌধুরীর বেচে দেয়া জায়গার বর্তমান মালিক ছেনুয়ারা বেগমকে বিভিন্নভাবে হয়রানি করছে সৌরভ পাল ডালিমরা।


এ বিষয়ে আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদৌস রহমান বলেন, বিরোধীয় জায়গার ক্রয়সূত্রে মালিক বিধবা ছেনুয়ারা বেগম। তবে কেনার আগে থেকে ওই জায়গা সৌরভ পাল ডালিমদের দখলে শুনেছি। এ বিষয়ে কোনো পক্ষই আমার কাছে আসেনি।


বিবার্তা/আরমান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com