শিরোনাম
সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৬, ২০:২৭
সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সিলেট ব্যুরো
প্রিন্ট অ-অ+

সিলেট বিভাগে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের আশ্বাসে বুধবার সন্ধ্যায় এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।


সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার সন্ধ্যায় সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসার পর তারা পরিবহন শ্রমিকদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। এজন্য ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।


এর আগে গত সোমবার সিলেট বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।


উল্লেখ্য, সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রিয় বাস টার্মিনাল সংস্কার, অবৈধ দোকানপাট উচ্ছেদ, সিলেটের সব পৌরসভায় যানবাহন থেকে পৌর ট্যাক্স আদায় বন্ধ করা, সিলেটের সব সেতুতে অতিরিক্ত টোল আদায় বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com