শিরোনাম
বান্দরবানে গাড়িচাপায় প্রাণ গেল স্কুল শিক্ষকের
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৮, ১৫:৩৪
বান্দরবানে গাড়িচাপায় প্রাণ গেল স্কুল শিক্ষকের
বান্দরবান প্রতিদিন
প্রিন্ট অ-অ+

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়া কাস্টমস থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম প্রবেশ পথে মৈত্রী সড়কে দুর্ঘটনা ঘটে। ওই শিক্ষকের নাম শুভাশীষ চন্দ্র বড়ুয়া (৪৫)। তিনি দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।


স্কুলের প্রধান শিক্ষক জহির আহমেদ বলেন, বুধবার দুপুরে স্কুলে আসার পথে ঘুমধুম মৈত্রী সড়কের উপর একটি টমটম গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা মুমর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রেডক্রিসেন্ট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। পরে তার অবস্থার অবনতি হলে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে চিকিৎসক।


তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।


ঘটনার সত্যতা স্বীকার করে ঘুমধুম ইউপি মেম্বার সুগত বড়ুয়া বলেন, ঘটনার পর এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে হাসপাতাল থেকে লাশ আনার পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।


বিবার্তা/নয়ন/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com