শিরোনাম
সিরাজগঞ্জে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৫
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৮, ১৫:১২
সিরাজগঞ্জে বাস-ট্রাক ত্রিমুখী সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৫
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে এক পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত এবং আরো অন্তত ২৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কড্ডার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের রবিউল মণ্ডলের স্ত্রী রেহানা বেগম (৪০), দুই মেয়ে রোমানা খাতুন (১৭), রিদি খাতুন (১৪) ও সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী আয়েশা থাতুন সুমি (৩৫)।


অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।


বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম বলেন, ঢাকা থেকে পাবনাগামী আরিফ পরিবহনের একটি বাস কড্ডার মোড়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়।


তিনি বলেন, আরিফ পরিবহনের বাসটি রাস্তার ওপর ও মিনিবাসটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারী মারা যান। হাসপাতালে নেয়ার পর মারা যান আরো চার নারী।


ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকর্মী ও পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।


আহতদের মধ্যে দুইজনকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের সিরাজগঞ্জে চিকিৎসা দেয়া হচ্ছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com