শিরোনাম
টাঙ্গাইলের আট আসনে ৮৩ জনের মনোনয়নপত্র দাখিল
প্রকাশ : ২৯ নভেম্বর ২০১৮, ১০:৫৫
টাঙ্গাইলের আট আসনে ৮৩ জনের মনোনয়নপত্র দাখিল
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগসহ ৮৩জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।


মনোনয়নপত্র দাখিলেল শেষ দিনে বুধবার টাঙ্গাইল জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক শহীদুল ইসলামের কার্যালয়সহ নিজ এলাকায় সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন।


টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) আসনে আটজন:


. আব্দুর রাজ্জাক ভোলা (আওয়ামী লীগ), ফকির মাহবুব আনাম স্বপন ও সরকার শহীদুল ইসলাম (বিএনপি), আশরাফ আলী (ইসলামী আন্দোলন), সালামত হোসাইন খান (জাকের পার্টি), আবু মিল্লাত হোসেন (ন্যাশনাল পিপলস পার্টি), ফারুক আহমেদ (কৃষক শ্রমিক জনতালীগ) ও খন্দকার আনোরুল হক (স্বতন্ত্র)।


টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে নয়জন:


তানভীর হাসান ছোট মনির ও খন্দকার মশিউজ্জামান রোমেল (আওয়ামী লীগ), সুলতান সালাউদ্দিন টুকু ও শামছুল আলম তোফা (বিএনপি), এনামুল হক মঞ্জু (জাকের পার্টি), জাহিদ হোসেন খান (কমিউনিস্ট পার্টি), এমএম শামসুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), রফিকুল ইসলাম (কৃষক শ্রমিক জনতা লীগ), মনিরুল ইসলাম (বিকল্প ধারা)।


টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে নয়জন:


আতাউর রহমান খান (আওয়ামী লীগ), লুৎফর রহমান খান আজাদ ও মাঈনুল ইসলাম (বিএনপি), আব্দুর রশিদ (কৃষক শ্রমিক জনতা লীগ), মাওলানা রেজাউল করিম (ইসলামী আন্দোলন), আবু হানিফ (বাংলাদেশ তরিকত ফেডারেশন), আতাউর রহমান বড়ভাই (বিএনএফ), খলিলুর রহমান (জাকের পার্টি), এসএম চাঁন মিয়া (ন্যাশনাল পিপলস পার্টি)।


টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ১৬ জন :


হাছান ইমাম খান সোহেল হাজারী (আওয়ামী লীগ), আব্দুল লতিফ সিদ্দিকী (স্বতন্ত্র), লুৎফর রহমান মতিন, বেনজির আহম্মেদ টিটু ও ইঞ্জিনিয়ার আব্দুল হালিম (বিএনপি), বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম (কৃষক শ্রমিক জনতা লীগ), শামীম আল মনছুর আজাদ সিদ্দিকী (কৃষক শ্রমিক জনতা লীগ), ইঞ্জিনিয়ার লিয়াকত আলী (কৃষক শ্রমিক জনতা লীগ), সাদেক সিদ্দিকী (জাতীয় পার্টি জেপি), মির্জা আবু সাইদ (ইসলামী আন্দোলন), মোন্তাজ আলী (জাকের পার্টি), সৈয়দ মোস্তাক হোসেন রতন (জাতীয় পার্টি এরশাদ), এসএম আবু মোস্তফা (জাতীয় সমাজতান্ত্রিক দল), শুকুর মাহমুদ, বাকির হোসেন ও আবুল কাশেম (স্বতন্ত্র)।


টাঙ্গাইল-৫ (সদর) আসনে ১১ জন :


ছানোয়ার হোসেন (আওয়ামী লীগ), মেজর জেনারেল (অব) মাহমুদুল হাসান ও ছাইদুল হক ছাদু (বিএনপি), মুরাদ সিদ্দিকী (স্বতন্ত্র), পীরজাদা শফিউল্লাহ আল মুনির (জাতীয় পার্টি), হাবিবুর রহমান তালুকদার (কৃষক শ্রমিক জনতা লীগ), খন্দকার সানোয়ার হোসেন (ইসলামী আন্দোলন), সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা (বাংলাদেশ খেলাফত মজলিশ), আবু তাহের (এনপিপি), শামীম আল মামুন (বিএনএফ), খন্দকার সানোয়ার হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।


টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ১১ জন:


আহসানুল ইসলাম টিটু (আওয়ামী লীগ), অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী ও নুর মোহাম্মদ খান (বিএনপি), আখিনুর মিয়া (ইসলামী আন্দোলন), আনোয়ার হোসেন (বাংলাদেশ তরিকত ফেডারেশন), সুলতান মাহমুদ (বিএনএফ), মাসুকুল হক মুরাদ (ওয়ার্কার্স পার্টি), সৈয়দ নাভেদ হোসেন (জাসদ), মামুনুর রহমান (এনপিপি), ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম ও রবিউল আওয়াল লাভলু (স্বতন্ত্র)।


টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে নয়জন:


একাব্বর হোসেন (আওয়ামী লীগ), আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সাঈদ সোহরাব (বিএনপি), সৈয়দ মজিবুর রহমান (খেলাফত মজলিশ), রুপা রায় চৌধুরী (প্রগতিশীল গণতান্ত্রিক দল), জহিরুল ইসলাম (জাতীয় পার্টি), গোলাম নওজব চৌধুরী পাওয়ার (ওয়ার্কার্স পার্টি), লিপি বেগম (কৃষক শ্রমিক জনতা লীগ), শাহিনুর ইসলাম (ইসলামী আন্দোলন) ।


টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে ১০ জন:


অ্যাডভোকেট জোয়াহেলরুল ইসলাম জোয়াহের (আওয়ামী লীগ), বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম (কৃষক শ্রমিক জনতা লীগ), হাবিবুর রহমান তালুকদার খোকা (কৃষক শ্রমিক জনতা লীগ), কাদের সিদ্দিকীর মেয়ে কুড়ি সিদ্দিকী (কৃষক শ্রমিক জনতা লীগ), কাজী আশরাফ সিদ্দিকী ও রেজাউল করিম (জাতীয় পার্টি এরশাদ), মাওলানা আব্দুল লতিফ মিয়া (ইসলামী আন্দোলন), শফি সরকার (ন্যাশনাল পিপলস পার্টি), শহিদুল ইসলাম ও লিয়াকত আলী (স্বতন্ত্র) মনোনয়নপত্র দাখিল করেছেন।


বিবার্তা/তোফাজ্জল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com