শিরোনাম
মাদারীপুরের ৩ আসনে মনোনয়নপত্র দিলেন ১৭ প্রার্থী
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৮, ১৯:২৫
মাদারীপুরের ৩ আসনে মনোনয়নপত্র দিলেন ১৭ প্রার্থী
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের ৩টি আসনে বুধবার বিভিন্ন দলেন ১৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।


মাদারীপুর-১ আসনে শিবচর উপজেলা রির্টানিং কর্মকর্তা মো. ইমরান আহম্মেদের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নূর-ই-আলম লিটন চৌধুরী, বিএনপির সাজ্জাত হোসেন লাভলু সিদ্দিকী, নাদিরা মিঠু চৌধুরী, জাতীয় পার্টির জহিরুল ইসলাম মিন্টু, ইসলামি আন্দোলন বাংলাদেশে’র হাফেজ আবু জাফর ও জাকের পার্টির শাহ নেওয়াজ মনোনয়নপত্র জমা দেন।


মাদারীপুর-২ আসনে জেলা রির্টানিং কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম ও রাজৈর উপজেলা রিটারিং কর্মকর্তা সোহানা নাসরিনের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এতে আওয়ামী লীগের প্রার্থী নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, বিদ্রোহী প্রার্থী আল-আমিন মোল্লা, বিএনপির মিল্টন বৈদ্য, জাহান্দার আলী জাহান, ইসলামি আন্দোলন বাংলাদেশের মাওলানা লোকমান হোসেন জাফরী, জাতীয় পার্টির আসাদুজ্জামান আকন ও স্বতন্ত্র প্রার্থী আব্দুর কাদের মোল্লা মনোনয়নপত্র জমা দেন।



মাদারীপুর-৩ আসনে কালকিনি উপজেলা রিটানিং কর্মকর্তা আমিনুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এতে আওয়ামী লীগের প্রার্থী ও দলটির দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবাহান গোলাপ, বিএনপির আনিচুর রহমান খোকন তালুকদার, জাতীয় পার্টির আব্দুল খালেক ও ইসলামি আন্দোলন বাংলাদেশের অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন মনোনয়নপত্র জমা দেন।


বিবার্তা/রবিউল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com