শিরোনাম
রামসাগর দীঘিতে অতিথি পাখির কলকাকলি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৮, ১১:২০
রামসাগর দীঘিতে অতিথি পাখির কলকাকলি
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রকৃতির নীলাভূমি জাতীয় উদ্যান দিনাজপুরের রামসাগর দীঘিতে এখন পরিজায়ী অতিথি পাখির সমারোহ। এসব পাখির কলকাকলিতে মুখোরিত হয়ে উঠেছে ওই দীঘি। তবে দুই বিভাগের দ্বৈত শাসনে এই রামসাগর দীঘির বৈরি পরিবেশে অতিথি পাখি বিতাড়িত হওয়ার আশংকাই করছে স্থানীয়রা।


তাই রামসাগর দীঘিতে অতিথি পাখির অভায়াশ্রম তৈরির দাবি তুলেছেন পাখিপ্রেমিরা।


দিনাজপুর শহর থেকে ৮ কিলোমিটার দক্ষিণে রামসাগর দীঘি। ২০০১ সালে এটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। দিনাজপুরের রাজবংশের শ্রেষ্টতম নৃপতি রাজা রামনাথ ১৭৫০ থেকে ১৭৫৫ খৃষ্টাব্দে খনন করান এই বিশাল জলাধার। এ দীঘিকে নিয়ে রয়েছে কিংবদন্তী ইতিহাস।


দীঘিটি একসময় ছিলো জীব বৈচিত্র্যে সমৃদ্ধ। নানা প্রজাতির পাখির কলকাকলীতে মুখরিত থাকতো। বেশ কয়েক বছর পর আবারো এ শীত মৌসুমের শুরুতে রামসাগর দীঘিতে অতিথি পাখি আসতে শুরু করেছে।।


রামসাগরের ৬৮ দশমিক ৫৪ একর পাড়ভূমি স্থলভাগ বন বিভাগের আওতায় এবং ৭৭ দশমিক ৯০ একর জলভাগ দীঘি নিয়ন্ত্রণ করছে জেলা প্রশাসন।


দুই বিভাগের কারণে এই জাতীয় উদ্যানের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে বলে জানিয়েছেন রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক একেএম আব্দুস সালাম তুহিন। অতিথি পাখি বিতাড়িত হওয়ার আশংকাও করছেন তিনি।


বিবার্তা/শাহী/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com