শিরোনাম
ফুলবাড়িয়া কলেজের আন্দোলন এক মাস স্থগিত
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৬, ১৯:৩৪
ফুলবাড়িয়া কলেজের আন্দোলন এক মাস স্থগিত
ময়মনসিংহ ব্যুরো
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও অধ্যক্ষের পদত্যাগ, পুলিশি হয়রানি বন্ধ ও ফুলবাড়িয়া থানার ওসিকে প্রত্যাহারসহ কলেজ জাতীয়করণের বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাসের পর আন্দোলনকারীরা তাদের আন্দোলন কর্মসূচি মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে।


বুধবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজে ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও আন্দোলনরত শিক্ষকদের উপস্থিতে সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।


সভায় ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিন, ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইমাম, বিভাগীয় কমিশনার কৃষিবিদ জিএম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক কৃষিবিদ খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও আন্দোরনরত শিক্ষক নেতা আবুর হাশেম ও পাচঁজন শিক্ষকসহ অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।


অপরদিকে সংঘর্ষের ঘটনার পর কলেজ ক্যাম্পসসহ পৌর এলাকায় দেয়া ১৪৪ ধারা মঙ্গলবার রাতে প্রত্যাহর করা হলে বুধবার কলেজ খুলে দেয়া হয়। তবে পুলিশি গ্রেফতার আতংকের কারণে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিলো। কলেজ শিক্ষক আবুল কালাম আজাদ হত্যার প্রতিবাদে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ এবং জাতীয় পাতার সাথে কালো পতাকা উত্তোলন করেছে।


শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার এবং কলেজের শিক্ষকসহ দুইজন নিহত হবার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের গঠিত কমিটির প্রধান কমিশনার প্রফেসর আখতার হোসেন, কমিটির সদস্য শরীফ উদ্দিন, জয়দেব চক্রবর্তী ও আনিসুর রহমান বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন এবং পুলিশি হামলায় আহত ছাত্র শিক্ষকের সাথে কথা বলেছেন।


তদন্ত কমিটির প্রধান প্রফেসর আখতার হোসেন সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আন্দোলনে মানুষ মারা যাওয়া কখনো কাম্য হতে পারে না। মানুষের বেঁচে থাকার অধিকার হলো মানবাধিকার সুতরাং সেই অর্থে এখানে শিক্ষকসহ দুইজন নিহত হওয়ায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। তিনি বলেন, আমরা আমাদের প্রতিবেদনে উল্লেখ করবো এখানে কার কি ভূমিকা ছিল। এই বিষয়গুলো তুলে ধরে সুপারিশ করবো প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য। বৃহস্পতিবার প্রাথমিক তদন্ত প্রতিবেদন এবং এক সপ্তাহ পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবো।


বিবার্তা/শাকিল/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com