শিরোনাম
দিনাজপুর-৪ আসনের মনোনয়নপত্র দাখিল পররাষ্ট্রমন্ত্রীর
প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৮, ১৫:৪০
দিনাজপুর-৪ আসনের মনোনয়নপত্র দাখিল পররাষ্ট্রমন্ত্রীর
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উৎসবমুখর পরিবেশে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা+চিরিরবন্দর) আসনে মনোনয়নপত্র জমা দিলেন সফল পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।


মঙ্গলবার সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও খানসামা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব উল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।


এ সময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোহাম্মদ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা।


এ সময় পররাষ্ট্রমন্ত্রী বিগত ১০ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে আগামী ৩০ ডিসেম্বর আবারো নৌকা মার্কাকে বিজয়ী করতে উপজেলাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।


এর আগে গত রবিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন মনোনয়নপত্র সংগ্রহ করেন সফল পররাষ্ট্রমন্ত্রী।


বিবার্তা/রকি/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com