শিরোনাম
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক নিহত
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৮, ২০:১০
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিক নিহত
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে চারতলার ছাদ থেকে পড়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক শ্রমিক আহত হয়েছেন।


সোমবার বিকেলে শহরের পুরাতন পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, যশোর সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের আবুল হোসেন মন্ডলের ছেলে নির্মাণ শ্রমিক আকাশ (২০) ও একই উপজেলার চুড়ামনকাঠি খামারপাড়া গ্রামের আমির হোসেনের ছেলে গোলাম রসুল (২২)।


আর আহত হলেন সদর উপজেলার চান্দুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (২৫)।


এদিকে বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক আব্দুল আওয়াল। তিনি আহত ও নিহতদের খোঁজ খবর নেন।


হতাহতদের সহকর্মী শ্রমিক আজিজুল জানান, সোমবার বিকেলে পুরাতন পৌরসভার সামনে সোলাইমান হোসেনের মালিকানাধীন শাহজালাল ব্যাংকের চতুর্থতলায় ছাদের রড বাঁধার কাজ করছিলেন আটজন শ্রমিক। এ সময় রড রাস্তার পাশে বিদ্যুতের মেইন তারে লাগলে সোহাগ, আকাশ ও রসুল ছাদ থেকে নিচে মাটিতে পড়ে যান।


স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেন। এ সময় চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।


এ ব্যাপারে এসআই হাবিবুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতালে এসেছি। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।


জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, হাসপাতালে আনার আগেই রসুলের মৃত্যু হয় এবং জরুরি বিভাগে আকাশের মৃত্যু হয়। অপর একজনকে চিকিৎসাপত্র দিয়ে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com