শিরোনাম
‘টেগর লজ’ রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০১৮, ১৬:২৮
‘টেগর লজ’ রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়া কুঠিবাড়ি খ্যাত ‘টেগর লজ’ রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘টেগর লজ’ রক্ষা কমিটি।


সোমবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেনের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।


এসময় নেতৃবৃন্দ বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ‘টেগর লজ’ জেলার সংস্কৃতি কর্মীদের মিলনস্থল। যুগের পর যুগ পরিত্যক্ত এই টেগর লজ বর্তমানে কুষ্টিয়া পৌরসভার তত্ত্বাবধানে রয়েছে। বর্তমানে এই বাড়িটি পৌরসভার পৃষ্ঠপোষকতায় সংস্কৃতি প্রেমীদের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছে।


হঠাৎ করেই এই টেগর লজকে প্রত্নতত্ত্ব অধিদফতর তাদের অধীনে নিয়ে গেজেট প্রকাশ করেছে। প্রত্নতত্ত্ব বিভাগের এমন সিদ্ধান্তে হতবাক জেলার সংস্কৃতিকর্মীরা।


সাংস্কৃতিক কর্মীরা বলেন, বাড়িটি প্রত্নতত্ত্ব অধিগ্রহণ করলে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা ব্যাহত হবে। তাই তারা দাবি করেন প্রত্নতত্ত্ব অধিদফতর নয় বড়িটি পৌরসভার অধীনে রেখে সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার ধারা অব্যাহত রাখতে হবে। এব্যাপারে তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


এসময় উপস্থিত ছিলেন রক্ষা কমিটির আহ্বায়ক আলম আরা জুঁই ও সদস্য সচিব সৈয়দা হাবিবাসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com