শিরোনাম
গাজীপুরের ৫টি আসনে নৌকার টিকেট পেলেন যারা
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৮, ২২:২৮
গাজীপুরের ৫টি আসনে নৌকার টিকেট পেলেন যারা
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুজিব নগর সরকারের অন্যতম কাণ্ডারি তাজউদ্দিন আহমদের জন্মস্থান গাজীপুর। এই জেলাতেই জন্ম নিয়েছেন শহিদ আহসান উল্লাহ মাস্টারের মত বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব।


গাজীপুর জেলা দ্বিতীয় গোপালগঞ্জ বলে লোকমুখে পরিচিত। এটি আওয়ামী লীগের অপরাজেয় ঘাঁটি বলেও গুঞ্জন আছে। এখানে রয়েছে ৫টি সংসদীয় আসন। রবিবার এই ৫টি আসনেই প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।


গাজীপুরের ৫টি সংসদীয় আসনেরর মধ্যে গাজীপুর-৩ (শ্রীপুর) আসনে এবার প্রার্থী পরিবর্তন করেছে দলটি। বাকি ৪টি আসনে দলের আগের প্রার্থীরাই মনোনয়ন পাওয়ার চিঠি পেয়েছেন।


গাজীপুর-৩ আসনটিতে পরপর পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য অ্যডভোকেট রহমত আলী বার্ধক্যজনিত কারণে এবার মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তাই এই আসনে তার ছেলে ইকবাল হোসেন সবুজকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। যদিও রহমত আলীর আরেক পুত্র জামিল হাসান দুর্জয়ও মনোনয়ন চেয়েছিলেন।


গাজীপুরের সংসদীয় ৫টি আসনে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন-


গাজীপুর-১ আ ক ম মোজাম্মেল হক।
গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল।
গাজীপুর-৩ ইকবাল হোসেন সবুজ।
গাজীপুর-৪ সিমিন হোসেন রিমি।
গাজীপুর-৫ মেহের আফরোজ চুমকি।


বিবার্তা/তুহিন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com