শিরোনাম
চকরিয়ায় একদিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৩ শিশু
প্রকাশ : ২২ নভেম্বর ২০১৮, ১১:৩৫
চকরিয়ায় একদিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৩ শিশু
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের চকরিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পাগলা কুকুরের কামড়ে একদিনে ১৩ শিশু আহত হয়েছে। পৌরসভার ২, ৩, ৫ ও ৮নং ওয়ার্ড এলাকায় বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ঘটনা ঘটে।


আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। এদিকে পৌরসভা এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায় লোকজন আতঙ্কে রয়েছে।


ওই শিশুরা হলো- চকরিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড এলাকার ইদ্রিছের ছেলে সাজ্জাদ (৮), ৩ নং ওয়ার্ডের বাটাখালী এলাকার আবদুল গণির ছেলে জয়নাল আবেদীন (১২), নুরুল হকের ছেলে সুমন (৭), আকতার আহমদের ছেলে মনজুর আলম (১১), জয়নাল আবেদীনের ছেলে রিপু (১৪), আবুল কালামের মেয়ে তারিন (১৭), জুনাইদের ছেলে আবরার (৪), ৫নং ওয়ার্ড উত্তর কাহারিয়াঘোনা এলাকার হাসানের মেয়ে সিফাত (১০), মনজুর আলমের ছেলে আবুল কাশেম (১৬), জাকারিয়ার ছেলে জিসান (১৭), মনজুর আলমের ছেলে ইয়াছিন আরাফাত (৭), ৮ নং ওয়ার্ড স্টেশনপাড়া এলাকার তানভীরের মেয়ে তাজবি (৬) ও ফাঁশিয়াখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আহাদ (৮)।


ইয়াছিন আরাফাতের বড় ভাই আমজাদ হোসেন বলেন, সকালে পাগলা কুকুরটি আমাদের গ্রামে আসে। ওই কুকুর আমাদের এলাকার চার শিশুকে কামড়ায়। আমার ছোট ভাই আরাফাত মায়ের সাথে বেড়াতে যাওয়ার সময় কামড় দিয়ে চলে যায়।


চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী চিকিৎসক নিজাম উদ্দিন বলেন, সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৩ শিশু হাসপাতালে চিকিৎসা নিতে আসে। হাসপাতালে সরকারিভাবে র্পর্যাপ্ত বরাদ্দ না থাকায় বাইরে থেকে ক্রয় করে ভ্যাকসিন লাগানো হয়েছে। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছে।


চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, পৌরসভায় কোনো ধরনের ভ্যাকসিন নেই। সরকারিভাবে বেওয়ারিশ কুকুর নিধনের আইন থাকলেও তিনি এ বিষয়ে অবগত নয় বলে জানান।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com