শিরোনাম
লক্ষ্মীপুরে ভোটার ১২ লাখ ৩৩ হাজার ১৬৪
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৮, ১৬:০০
লক্ষ্মীপুরে ভোটার ১২ লাখ ৩৩ হাজার ১৬৪
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি আসনে মোট ভোটার ১২ লাখ ৩৩ হাজার ১৬৪ জন। এ জেলায় গত ৫ বছরে ভোটার বেড়েছে ১ লাখ ৮১ হাজার ৬৪২ জন। এটি সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকার তথ্য। জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে মোট ভোটার ছিল ১০ লাখ ৫১ হাজার ৫২২ জন।


খোঁজ নিয়ে জানা গেছে, জেলার মধ্যে কম ভোটার হচ্ছে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে। এখানে ভোটার ২ লাখ ১৯ হাজার ৪৮১ জন। ২০১৪ সালের নির্বাচনে ভোটার ছিল ১ লাখ ৮৫ হাজার ৬৬৯ জন। এবার তা বেড়ে হয়েছে ৩৩ হাজার ৮১২ জন।


লক্ষ্মীপুর-২ (রায়পুর, সদরের আংশিক) আসনে মোট ভোটার ৩ লাখ ৭২ হাজার ২২৩ জন। জেলার চারটি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে এখানে। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচনে এখানে ভোটার ছিল ৩ লাখ ২৪ হাজার ৮২২ জন। সে হিসেবে বর্তমানে ভোটার বেড়েছে ৪৭ হাজার ৪০১ জন।


লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বর্তমান ভোটার ৩ লাখ ৩০ হাজার ৬১৩ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ৭৪ হাজার ৩০৫ জন। গত পাঁচ বছরে এ আসনে ভোটার বেড়েছে ৫৬ হাজার ৩০৮ জন।


লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে বর্তমান ভোটার ৩ লাখ ১০ হাজার ৮৪৭ জন। গত সংসদ নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ৬৬ হাজার ৭২৬ জন। সে হিসেবে এ আসনে গত পাঁচ বছরে ভোটার বেড়েছে ৪৪ হাজার ১২১ জন।


বিবার্তা/সুমন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com