শিরোনাম
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা: সাবেক মেয়রের মনোনয়নপত্র দাখিল
প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৬, ১৭:১৪
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা: সাবেক মেয়রের মনোনয়নপত্র দাখিল
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। বুধবার দুপুরে জেলা রির্টানিং কর্মকর্তা ও প্রশাসক ডা. এএম পারভেজ রহিমের কাছে মনোনয়পত্র দাখিল করেন।


এসময় সদর উপজেলার চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ছানুয়ার হোসেন ছানু, নকলা উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহবুবুর রহমান মুনির চৌধুরী, নালিতাবাড়ি উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা মোখলেছুর রহমান রিপন, ঝিনাইগাতি উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশাসহ জেলার বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধা, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এর আগে সকালে প্রথম জেলা পরিষদের চেয়ারম্যান পদে শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদ মনোনয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত ও কেন্দ্রীয়ভাবে মনোনয়ন দেয়া হয়েছে জেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালকে। তিনি এখনও মনোনয়নপত্র দাখিল করেনি।


বিবার্তা/সানী/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com