শিরোনাম
দিনাজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা শীর্ষক কর্মশালা
প্রকাশ : ২১ নভেম্বর ২০১৮, ০৯:৫৫
দিনাজপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা শীর্ষক কর্মশালা
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আইন ও বিচার বিভাগের অধীনস্থ জাতীয় আইনগত সংস্থার উদ্যোগে এবং লিগ্যাল এইড কমিটির ব্যবস্থাপনায় দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘উন্নয়নের অগ্রযাত্রায়, সরকারি আইনি সেবার সাফল্য প্রচার ও প্রচারে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ভূমিকা’ শীর্ষক কর্মশালা।


দিনাজপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আয়েজ উদ্দিন।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা সিনিয়র তথ্য অফিসার মশিউর রহমান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লাবুন, চ্যানেল আইর স্টাফ রিপোর্টার শাহ্ আলম শাহী, ইন্ডিপেন্ডেট টেলিভিশনের প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ, বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি একরাম তালুকদারসহ আরো অনেকে।


বিবার্তা/শাহী/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com