শিরোনাম
মধ্যপাড়া খনিতে রেকর্ড পরিমান পাথর উত্তোলন
প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৮, ১৬:৪৮
মধ্যপাড়া খনিতে রেকর্ড পরিমান পাথর উত্তোলন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে ৫ হাজার ৭১৬ মেট্রিক টন পাথর উত্তোলন করা হয়েছে। এটি এ যাবৎকালের সর্বোচ্চ উৎপাদন বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।


শনিবার তিন শিফটে এই পরিমান পাথর তুলে রেকর্ড সৃষ্টি করে জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।


বর্তমান পাথর উত্তোলন কাজে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি’র নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দকী জানান, খনির দায়িত্বভার গ্রহণের পর থেকে জিটিসি পাথর খনিটিকে লাভজন করতে কাজ করে যাচ্ছে। খনির নতুন স্টোপ নির্মাণ করে বিদেশী মেশিনারিজ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ স্থাপন করে খনির পাথর উত্তোলন বৃদ্ধিকে গুরুত্বের সাথে নিয়ে অর্ধশতাধিক বিদেশী খনি বিশেষজ্ঞ, দেশী প্রকৌশলী এবং ৭ শতাধিক খনি শ্রমিক তিন শিফটে পাথর উত্তোলন কাজে নিয়োজিত আছেন।


তিনি আরও জানান, প্রতিমাসে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে জিটিসি গত অক্টোবর মাসে প্রায় ১ লাখ ২৩ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে। লক্ষ্যমাত্রায় পৌঁছানোর ফলে খনি শ্রমিকদের বিগত মাসগুলোতে বেতন ও ওভার টাইমের সঙ্গে উৎপাদন বোনাসও প্রদান করা হয়েছে।


খনি সূত্র জানায়, ২০০৭ সালে মধ্যপাড়া পাথর খনি থেকে দৈনিক তিন শিফটে ৫ হাজার ৫০০ মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এর উৎপাদন কার্যক্রম শুরু হয়। কিন্তু খনিটি প্রায় ৭ বছর ধরে তিন শিফটে পাথর উত্তোলন কার্যক্রমই শুরু করতে পারেনি। ফলে লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হয়ে খনিটি বন্ধের উপক্রম হয়। বর্তমান সরকার জিটিসির সাথে মধ্যপাড়া পাথর খনিটির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং উৎপাদন চুক্তি করে।


বিবার্তা/মেহেদী/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com