
কুষ্টিয়ার দৌলতপুরে রিফায়েতপুর ইউপি সদস্য মানিক হোসেন ওরফে মানিক মেম্বরের (৩৫) বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।
রবিবার দুপুরে দৌলতপুর থানায় এ মামলা দায়ের হয়।
পুলিশ ও অভিযোগকারী সূত্র জানা যায়, উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারীকে (২৮) শনিবার রাত সাড়ে ৮টার দিকে কাজ শেষে নিজ বাড়ি ফেরার পথে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা মানিক মেম্বরের নেতৃত্বে ৪জন লোক অপহরণ করে।
এসময় অপহরণকারীরা ওই নারীকে পাশের একটি মরিচ ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। গণধর্ষণ শেষে অভিযুক্তরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে ওই নারী দৌলতপুর থানায় গিয়ে ঘটনার বিবরণ জানায় এবং মানিক মেম্বরসহ অজ্ঞাত আরো তিনজনের নামে ধর্ষণের অভিযোগ দেয়। এ ঘটনায় মানিক মেম্বরকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা হয়েছে।
মামলার বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার এসআই আব্দুর রহিম জানান, মানিক মেম্বরকে প্রধান আসামি করে এক নারী ধর্ষণ মামলা করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনার সাথে জড়িত কেউ এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। মানিক মেম্বর রিফায়েতপুর ইউনিয়নের সদস্য ও লক্ষ্মীখোলা গ্রামর আব্দুল বারীর ছেলে।
উল্লেখ্য, মানিক মেম্বরের বিরুদ্ধে পূর্বেও এমন অভিযোগ পাওয়া গেছে।
বিবার্তা/মুনির/জহির
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net