শিরোনাম
সিংড়ায় বিনামূল্যে চক্ষুসেবা ও অপারেশন
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৮, ১৫:৪৭
সিংড়ায় বিনামূল্যে চক্ষুসেবা ও অপারেশন
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের সিংড়ায় সহস্রাধিক দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়েছে।


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে ও মানবিক সাহায্য সংস্থার আই কেয়ারের সহযোগিতায় শনিবার দিনব্যাপী পৌর কমিউনিটি সেন্টারে বিনামূল্যে চক্ষু শিবিরে এ সেবা দেয়া হয়।


সকালে সেবার উদ্বোধন করেন, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক। এসময় পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদারসহ পৌর ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দিনব্যাপী চক্ষু শিবিরে সিরাজগঞ্জের অধ্যাপক এমএ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. আশরাফুল ইসলামের নেতৃত্বে ৫ জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক উপজেলার সহস্রাধিক দরিদ্র রোগীদের বিনামূল্যে সেবা প্রদান করেন।


চক্ষু শিবিরের সমন্বয়ক আবদুল আলিম জানান, দিনব্যাপী সহস্রাধিক রোগীদের সেবা প্রদান করা হয়েছে। এরমধ্যে ৩৫০ জনকে বিনামূল্যে চশমা দেয়া হয়েছে। এছাড়াও ১৫০ জন রোগীকে ছানি অপারেশনের জন্য হাসপাতালে নেয়া হবে। তাদের যাতায়াত ও ঔষধের খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করবে।


বিবার্তা/রাজু/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com