শিরোনাম
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ২০:১২
টাঙ্গাইলে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ধনবাড়ীতে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণ চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম (৪২) নামে একব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।


বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফিকুল ইসলাম উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের মৃত আজগর আলী ফকিরের ছেলে।


বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুধবার রাতেই ওই স্কুলছাত্রী বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে ধনবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।


এদিকে এ ঘটনায় খবর জানাজানি হলে বৃহস্পতিবার এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শফিকুলের বাড়ি ঘর ভাংচুর করে।


পুলিশ ও এলাকাবাসী জানায়, ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কয়ড়া গ্রামের মৃত আজগর আলী ফকিরের ছেলে পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শফিকুল ইসলাম (৪২) গত ১২ নভেম্বর রাত ১০টার দিকে পাশের বাড়ির ওই স্কুল ছাত্রীকে একা পেয়ে মুখ চেপে ধরে বাড়ির পশ্চিম পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রীর ধস্তাধস্তি ও ডাক চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে শফিকুল দৌঁড়ে পালিয়ে যায়।


পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে আপোষের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় শফিকুলের পরিবার। খবর পেয়ে পুলিশ বুধবার রাতে ঘটনাস্থলে যায়। পরে পুলিশের সহায়তায় ওই স্কুলছাত্রী থানায় গিয়ে বুধবার রাতেই নিজে বাদী হয়ে অভিযুক্ত শফিকুলের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে গ্রেফতার করে।


এদিকে স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার ঘটনায় শফিকুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বৃহস্পতিবার এলাকার শতশত নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেছে এবং পরে অভিযুক্ত শফিকুলের বাড়ি-ঘর ভাংচুর করে। এসময় ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ ও ওসি মজিবর রহমান দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দিলে গ্রামবাসী শান্ত হয়ে ফিরে যায়।


এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ, মহিলা সদস্য জমিলা বেগম, স্কুলশিক্ষক আব্দুর রাজ্জাক ও শাজাহান আলীসহ স্থানীয়রা জানান, শফিকুল এর আগেও আওয়ামী লীগের নাম ভাঙিয়ে অনেক অপকর্ম করেছে। তারা এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


এব্যাপারে ধনবাড়ী থানার ওসি মজিবর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামিকে গ্রেফতার করে বৃহস্পতির আদালতে পাঠানো হয়েছে।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com