শিরোনাম
‘রোহিঙ্গারা স্বেচ্ছায় যেতে চাইলে প্রত্যাবাসন হবে’
প্রকাশ : ১৫ নভেম্বর ২০১৮, ১২:৪৪
‘রোহিঙ্গারা স্বেচ্ছায় যেতে চাইলে প্রত্যাবাসন হবে’
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেছেন, প্রথম দফা প্রত্যাবাসনের জন্য তালিকাভুক্ত রোহিঙ্গারা স্বেচ্ছায় ফেরত যেতে চাইলে তাদের মিয়ানমারে পাঠানো হবে।


তিনি বৃহস্পতিবার সকালে কক্সবাজারে নিজের কার্যালয়ে এক ব্রিফিংয়ে বলেন, যদি কেউ স্বেচ্ছায় যেতে চায় তাদের পাঠানো হবে। আমাদের সব প্রস্তুতি নেয়া আছে। কেউ রাজি হলে আমরা দুপুর ১টার পর ঘুমধুমে ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাব।


কতজন রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ানমারে ফেরত যেতে চায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই ঠিক বলা যাচ্ছে না কতজন ফেরত যাবে। আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছি। সেখানে তাদের সঙ্গে কথা হবে। কোনো রোহিঙ্গা আগ্রহী হলে তাদের ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে পাঠানো হবে।


তবে প্রস্তুতি চূড়ান্ত করা হলেও প্রত্যাবাসনে রোহিঙ্গাদের অনীহার ফলে গোটা প্রক্রিয়া কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে। প্রথম দফায় যে ৫০টি রোহিঙ্গা পরিবারের ১৫০ জনকে দিয়ে বৃহস্পতিবার প্রত্যাবাসন শুরুর কথা, জাতিসংঘ শরণার্থী সংস্থাকে (ইউএনএইচসিআর) তারা বলেছে তারা কেউই মিয়ানমারে ফিরতে চায় না।


এই অবস্থায় সরকার কী পদক্ষেপ নিচ্ছে জানতে চাইলে আবুল কালাম বলেন, যদি কেউ স্বেচ্ছায় যেতে চায় তাকেই আমরা পাঠাব। আমরা ইতোমধ্যে ক্যাম্পে আমাদের মেসেজ পৌঁছে দিয়েছি। সব প্রস্তুতির কথা তাদের জানিয়েছি। এখন দেখি তাদের কেউ রাজি হয় কি না। আমরা আশা ছাড়তে চাই না।


এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারের এক কর্মকর্তা বলেন, আমরা আজকে প্রত্যাবাসনের জন্য সম্পূর্ণ তৈরি। রোহিঙ্গারা যেতে চাইলে আমরা তাদের পাঠবো।


বিবার্তা/জাকিয়া


>>প্রস্তুতি চূড়ান্ত, তবে রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত !





সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com