শিরোনাম
জয়পুরহাটে স্ত্রী হন্তারকের যাবজ্জীবন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৮, ২২:১৩
জয়পুরহাটে স্ত্রী হন্তারকের যাবজ্জীবন
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা জমিমানা অনাদায়ে আরও ১ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।


বুধবার দুপুরে জেলা ও দায়রা জজের বিচারক বেগম মমতাজ পারভীন জনার্কীর্ণ আদালতে এ রায় দেন।


দন্ডপ্রাপ্ত মোশারফ হোসেন (৪২) ক্ষেতলাল উপজেলার কানাই পুকুর গ্রামের গোফ্ফার প্রামানিকের ছেলে।


মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ আগস্ট মোশারফ তার স্ত্রী ক্ষেতলাল উপজেলার ফোঁপড়া গ্রামের মোবারক সাখিদারের মেয়ে তাহেরা বেগমকে (৩৬) গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার জন্য লাশ ঝুলিয়ে রাখে।


এ ঘটনায় প্রথমে ক্ষেতলাল থানায় একটি অস্বাভাকি মৃত্যু মামলা দায়ের হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর ওই বছরের ২ অক্টোবর ক্ষেতলাল থানার এসআই আব্দুর রশিদ ভদ্র বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।


বিবার্তা/শামীম/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com