শিরোনাম
৮ বছরের পলাতক আসামি গ্রেফতার
প্রকাশ : ১৪ নভেম্বর ২০১৮, ১৬:৪৬
৮ বছরের পলাতক আসামি গ্রেফতার
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ৮ বছর ধরে পলাতক ছিল ১১টি ওয়ারেন্টভুক্ত দুই আসামি মো. মনছুর আলী (৩৯) ও মো. ইউসুফ (৪১)। তাদের ধরতে শেষমেশ টানা ৪ দিন অভিযান চালাতে হলো পুলিশকে।


রংপুরের প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালিয়ে মঙ্গলবার তাদের গ্রেফতার করতে সক্ষম হয় চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশ। তাদের বিরুদ্ধে চেক প্রতারণায় ৪টি মামলায় সাজা ও ৭টি সিআর মামলা রয়েছে।


আসামিরা হলো- মো. মনছুর আলী, পিতা আব্দুর রাজ্জাক ও মো. ইউসুফ, পিতা ইমাম শরীফ। দু'জনের বাড়ি চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামের যথাক্রমে ৪নং ও ৬নং ওয়ার্ডে। তার মধ্যে আসামি মো. ইউসুফ সী হার্ট ফিশিংয়ের পুরষ্কার ঘোষিত আসামি। তার বিরুদ্ধে কর্ণফুলী উপজেলা ও শহরের বিভিন্ন এলাকায় ধরিয়ে দিতে পোস্টারিং করে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।


কর্ণফুলী থানার ওসি তদন্ত মো. ইমাম হাসান জানান, ‘মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে দুই আসামিকে রংপুর হতে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত ও পুরস্কার ঘোষিত।’


উল্লেখ্য, আসামিরা বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে ২০১০ সালে পালিয়ে যায়। পরে মামলায় দণ্ডিত হলে এরা এলাকা ছেড়ে রংপুরে বসবাস করতে শুরু করে।


বিবার্তা/জাহেদ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com