শিরোনাম
কক্সবাজারের ৪ আসনে নৌকা নিতে চান ৭০ জন!
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১৮:২৭
কক্সবাজারের ৪ আসনে নৌকা নিতে চান ৭০ জন!
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের ৪টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে বর্তমান সংসদ সদস্যসহ অন্তত ৭০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ৯ নভেম্বর থেকে ১২ নভেম্বর পযর্ন্ত রাজধানীতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেন তারা।


কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে যারা মনোমনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন, রেজাউল করিম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম, এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, খালেদ মোহাম্মদ মিথুন, ড. আশরাফুল ইসলাম সজিব, জেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, উম্মে কুলসুম মিনু, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন চৌধুরী, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, মাতামুহুরী (সাংগঠনিক) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন বাবুল, চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সহ-সভাপতি খলিলুল্লাহ চৌধুরী ও সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল সিদ্দিকী।


কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ড. আনছারুল করিম, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতাব্বর, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম, উপজেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক সরওয়ার কামাল, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের সভাপতি সাদাত উল্লাহ খান, সাবেক নেতা ওসমান গণি ও আওয়ামী লীগ নেত্রী প্রকৌশলি ইসমত আরা ইসমু, আওয়ামী লীগ নেতা মোস্তফা আনোয়ার চৌধুরী, আয়ুবুর রহমান ও যুবলীগ নেতা মার্শাল পাবেল।


কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক মাশেদুল হক রাশেদ, নাজনিন সরওয়ার কাবেরী, মহিলা সম্পাদিকা মুসরাত জাহান মুন্নি, জেলা আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম, ইঞ্জিনিয়ার বদিউল আলম, রামু উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদু, খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মাবুদ, জেলা পরিষদের সদস্য শামসুল আলম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা প্রশান্ত ভুষন বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কায়সারুল হক জুয়েল, জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক তাহমিনা চৌধুরী লুনা, সদর যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দীন পুতু, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, এডভোকেট নাসরিন সুলতানা লিনা ও জয়া জাহান চৌধুরী।


কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে বর্তমান সংসদ সদস্য আবদুর রহমান বদি, তার সহধর্মিনী নিগার সোলতানা শাহীন চৌধুরী, সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিক মিয়া, সহ-সভাপতি এম এ জহির, সাধারণ সম্পাদক নুরুল বশর, জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, তাঁতি লীগের কেন্দ্রীয় সভাপতি সাধনা দাস গুপ্তা, উপজেলা চেয়ারম্যান জাফর আলম, জেলা আওয়ামী লীগ নেতা সোনা আলী, রশিদ আহমদ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী ও তার সহধর্মিনী জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, আবুল মনছুর চৌধুরী, আমিনুল হক আমিন, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আলী আহমদ, ভাইস চেয়ারম্যান মৌলানা রফিক উদ্দীন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আবদুল আজিজ ও মৌলানা ফরিদুল আলম।


বিবার্তা/মানিক/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com