শিরোনাম
কুষ্টিয়ার ৪ আসনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ৩৬ জন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৮, ১৬:০৮
কুষ্টিয়ার ৪ আসনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ৩৬ জন
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের মাঝে ফরম বিতরণ কার্যক্রম শেষ হয়েছে। কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে রেকর্ড সংখ্যক দলীয় মনোনয়ন ফরম বিক্রয় হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সব থেকে বেশি ১৬জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। সংগ্রহের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন। এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১৩জন প্রার্থী।


কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনয়ন ফরম প্রদানে খুলনা বিভাগে দায়িত্ব পাওয়া শেখ হাসান মেহেদী জানান ১২ নভেম্বর পর্যন্ত কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা ৩৬। এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে সর্বোচ্চ ১৬জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ৪জন, কুষ্টিয়া-৩ (সদর) আসনে ৩জন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে দ্বিতীয় সর্বোচ্চ ১৩জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসন : এ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, বর্তমান সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহম্মেদ বিশ্বাস, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ড. মোফাজ্জেল হক, সাবেক ছাত্র নেতা অ্যাডভোকেট আ ক ম সরোয়ার জাহান বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ উদ্দিন রিমন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বায়েজীদ আক্কাস, প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাসানুল আসকার হাসু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মুক্তিযোদ্ধা আনসার আলী খান, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ছাদিকুজ্জামান খান সুমন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারেক আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন মোহন, মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি কবিরাজ, যুবলীগ নেতা নুর হোসেন বিদ্যুৎ ও ছাত্রলীগ নেতা বোরহান সোহেল। এদের মধ্যে দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নেই রয়েছে ৫জন।


কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন : আওয়ামী লীগের যুগ্ম–সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের মেজ ভাই আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রশিদুল আলম, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম ও ছাত্র নেতা সোহেল রানা।


কুষ্টিয়া-৩ (সদর) আসন : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, মহিলা সংসদ সদস্য লাইলা আরজুমান বানু ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আমিনুল হক রতন।


কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসন : এ আসনে দ্বিতীয় সর্বোচ্চ ১৩জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা হলেন- বর্তমান সংসদ সদস্য আব্দুর রউফ, সাবেক সংসদ সদস্য বেগম সুলতানা তরুন, জেলা পরিষদের সাবেক প্রশাসক জাহিদ হোসেন জাফর, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, কুমারখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান, কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুফি ফারুক, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, অ্যাডভোকেট রানা সিদ্দিকী, মিজানুর রহমান বিটু ও ইঞ্জিনিয়ার আনিসুর রহমান।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com