শিরোনাম
উপকূল দিবস পালনের দাবিতে কলাপাড়ায় র‌্যালি
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৮, ১৮:১৯
উপকূল দিবস পালনের দাবিতে কলাপাড়ায় র‌্যালি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

১৯৭০ সালের এই দিনে (১২ নভেম্বর) বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস আঘাত হানে। অগণিত মানুষ প্রাণ হারায়। উপকূলীয় চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যায়। স্রোতে, বানে ভেসে যায় নারী, শিশু ও বৃদ্ধসহ অসংখ্য মানুষ।


সেদিনের কথা স্মরণ করে দিনটিকে উপকূল দিবস হিসেবে পলনের দাবি জানিয়েছেন সেই দুর্যোগের শিকার পটুয়াখালীর কলাপাড়ার মানুষ। দাবি আদায়ে উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


‘উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার একটি দাবি’ এই স্লোগানে সোমবার সকালে পৌর শহরে র‌্যালি বের করা হয়। পরে উপজেলা প্রেসক্লাব মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংবাদিক মোশাররফ হোসেন মিন্টু সঞ্চালনা করেন। কলাপাড়া প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য জীবন কুমার মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক মো. হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লাব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমোল মূখার্জী, সাংবাদিক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, জসিম পারভেজ, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলেট, মো. শাহজাহান সিরাজ, প্রকৌশলী মো. শাকিল প্রমুখ।


বিবার্তা/উত্তম/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com