শিরোনাম
উপকূল দিবসের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৮, ১৬:০৭
উপকূল দিবসের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

১৯৭০ সালের ভয়াল ১২ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ ও উপকূল দিবসের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।


সোমবার বেলা ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি শ্যামল সরকার, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, আইনজীবী আক্কাস সিকদার, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নারী নেত্রী ইসরাত জাহান সোনালী ও সাংবাদিক কে এম সবুজ।


বক্তারা ৭০ এর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের বয়াল স্মৃতি তুলে ধরে ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানান সরকারের কাছে।


ঝালকাঠি প্রেসক্লাব এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এতে সহযোগিতা করে সূর্যালোক ট্রাস্ট, শুভসংঘ ও দুরন্ত ফাউন্ডেশন।


বিবার্তা/আমিনুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com