শিরোনাম
মাদারীপুরে স্পিডবোট ডুবে নিখোঁজ তিন যাত্রীর লাশ উদ্ধার
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৮, ১৪:৪৯
মাদারীপুরে স্পিডবোট ডুবে নিখোঁজ তিন যাত্রীর লাশ উদ্ধার
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ তিন যাত্রীর মরদেহ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর মাঝে কাঁঠালবাড়ি হাজরা চ্যানেল থেকে উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।


উদ্ধাকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার প্রশন্নপুর গ্রামের আব্দুর রহমান উকিলের ছেলে মেরাজুল ইসলাম রাজু (২২), মেরাজুলের স্ত্রী সাদিয়া আক্তার লিমা আক্তার (১৮), পটুয়াখালি জেলার বাউফল উপজেলার আমিরাবাদ গ্রামের রুবেল গাজির মেয়ে ফাতেমা আক্তার (৮)।


শিবচর থানা পুলিশ জানায়, রবিবার বিকেলে শামীম মাদবরের মালিকানাধীন স্পিডবোটটি ২৪জন যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসে। মাঝ নদীতে এসে চলন্ত স্পিডবোটটি একটি ডাম্প ফেরির সাথে ধাক্কা খেয়ে পানিতে ডুবে যায়। এতে স্পিডবোটের সব যাত্রী পানিতে ডুবে যায় ।


নদীতে টহলরত সেনা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ২১জন যাত্রীকে উদ্ধার করে। ওই সময় তিন যাত্রীকে বহু খোঁজাখুঁজি করেও পাওয়া যায় যায়নি। পরে সকালে তাদের লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।


উল্লেখ্য মেরাজুল ইসলাম রাজু সিরাজগঞ্জ জেলায় কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।


শিবচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা জানান, স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ তিন যাত্রীর মরদেহ পদ্মা নদীর মাঝে কাঁঠালবাড়ি হাজরা চ্যানেল থেকে উদ্ধার করা হয়েছে।


বিবার্তা/রবিউল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com