শিরোনাম
জামিনে মুক্তি পেলেন আমীর খসরু
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৮, ১১:৫০
জামিনে মুক্তি পেলেন আমীর খসরু
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।


নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় নওমী নামের এক ব্যক্তির সঙ্গে ফোনালাপে উসকানি দেয়ার অভিযোগে আমীর খসরুকে গ্রেফতার করা হয়।


চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার উচ্চ আদালত থেকে কারাগারে আমীর খসরুর জামিনলাভের কাগজপত্র আসে। পরে তা যাচাই করে সোমবার সকালে তাকে মুক্তি দেয়া হয়েছে।


আমীর খসরুর বিরুদ্ধে ওই ফোনালাপে আন্দোলনে উসকানি দেয়ার অভিযোগ আনা হয়। এরপর গত ৪ আগস্ট নগরের কোতোয়ালি থানায় এ অভিযোগে আইসিটি আইনে মামলা করেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।


এরপর গত ২১ অক্টোবর আমীর খসরুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।


যদিও বিএনপির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com