শিরোনাম
স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ১৬:৫৯
স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন, প্রেমিকের মৃত্যুদণ্ড
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পরকীয়া প্রেমের জেরে স্বামী হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন এবং স্ত্রীর প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রবিবার সকালে জেলা ও দায়রা জজ ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


দণ্ডিতরা হলো- উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রামের গৃহবধূ পারুল বেগম (২৬) ও তার পরকীয়া প্রেমিক একই উপজেলার পূর্ব কৈখালি গ্রামের নূর মোহাম্মদ হাওলাদেরর ছেলে খোকন হাওলাদার (৩৫)।


আদালত সূত্রে জানা গেছে, পরকীয়া প্রেমে বাঁধা হওয়ায় ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি রাতে পশ্চিম শৌলজালিয়া গ্রামের প্রয়াত আমজাদ আলী হাওলাদারের ছেলে দিন মজুর নাসিরউদ্দিন ওরফে নসা হাওলাদারকে (৩৪) তার স্ত্রী পারুলের সহযোগিতায় পরকীয়া প্রেমিক খোকন কুপিয়ে হত্যা করে।


দণ্ডিত খোকন নাসিরউদ্দিনের বন্ধু ছিল। ওই বাড়িতে যাতায়াতের ফলে খোকনের সাথে বন্ধুর স্ত্রী পারুলের পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। খুনের কিছুদিন আগে বিয়ষটি জানতে পারেন স্বামী নাসিরউদ্দিন। এ নিয়ে ঝগড়া-বিবাদও হয়। খুনের ১২ বছর আগে পারুলের সাথে নাসিরউদ্দিনের বিয়ে হয়েছিল। তাদের ঘরে তিন সন্তান রয়েছে।


খুনের ঘটনায় নিহতের ভাই সোহরাব হাওলাদার বাদী হয়ে পরদিন ভাবি পারুল ও পরকীয়া প্রেমিক খোকনকে আসামি করে কাঁঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম ২০১৪ সালের ৩০ এপ্রিল অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত ১৭ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।


বিবার্তা/আমিনুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com