শিরোনাম
ঝালকাঠিতে গণপ্রকৌশল দিবস পালিত
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৮, ১৮:১৯
ঝালকাঠিতে গণপ্রকৌশল দিবস পালিত
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠিতে ‘অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের চতুর্থ শিল্প বিপ্লব’ স্লোগানকে সামনে রেখে সমাবেশ, র‌্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজনে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


এ উপলক্ষে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ঝালকাঠি জেলা শাখা বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।


ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হক এ কর্মসূচির উদ্বোধন করেন। স্থানীয় সরকারের উপ-পরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বর, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি পৌরসভার মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার এবং সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রকৌশলী, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


প্রেসক্লাবের সামনে জেলা আইডিইবির সভাপতি মো. আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের জেলা সাধারণ সম্পাদক দিলীপ কুমার হালদারসহ নেতৃবৃন্দ বক্তৃতা করেন।


বক্তারা অর্থনৈতিক উন্নয়ন ও স্বাচ্ছন্দ্যের চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।


বিবার্তা/আমিনুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com