শিরোনাম
তারামন বিবিকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৮, ১৬:২০
তারামন বিবিকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বীর প্রতীক তারামন বিবি অসুস্থ । দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বেড়ে গেছে। তার ওপর যোগ হয়েছে মাথা ও পিঠ ব্যাথা। বলতে গেলে তিনি এখন অচল। বেশ কিছু দিন ধরে নিজে নিজে হাঁটাচলা করতে পারছেন না, চলতে হচ্ছে অন্যের সহযোগিতা নিয়ে।


তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকাল ৯টার পরে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়।


তারামন বিবির ছেলে আবু তাহের বলেন, হাসপাতালের চিকিৎসক দেলোয়ার স্যার নিয়মিত বাড়িতে এসে চিকিৎসা দিচ্ছেন। বুধবার রাতে মায়ের শারীরিক অবস্থার অবনতি হলে ময়মনসিংহে নেয়ার পরামর্শ দেয়া হয়।


রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানান, তারামন বিবির শারীরিক অবস্থা ভালো নয়। তার শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ার পাশাপাশি তিনি বর্তমানে কথা বলতে পারছেন না। উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন জানান, আমি প্রতিনিয়ত তার খোঁজ খবর রাখছি, এমনকি ময়মনসিংহ জেলা প্রশাসককেও তার অসুস্থ্যতার বিষয়টি অবহিত করেছি। তিনি যাতে উন্নত চিকিৎসা সেবা পান সেটা নিশ্চিত করা হচ্ছে।


উল্লেখ্য কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কাচারীপাড়া গ্রামে পবিবারের সাথে বসবাস করেন এ বীরপ্রতীক তারামন বিবি। মুক্তিযুদ্ধের সময় ১১নং সেক্টরের হয়ে তারামন বিবি মুক্তিবাহিনীদের রান্নার কাজ, তাদের অস্ত্র লুকিয়ে রাখা, পাকবাহিনীর খবরাখবর সংগ্রহ করা এবং সম্মুখ যুদ্ধে পাকবাহিনীদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করে দেশের স্বাধীনতায় অংশগ্রহণ করেছেন। এ কারণে তাকে বীরপ্রতীক খেতাব প্রদান করা হয়।


বিবার্তা/সৌরভ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com