শিরোনাম
জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
প্রকাশ : ০৮ নভেম্বর ২০১৮, ১৬:২০
জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও পদবি থেকেও তাকে অব্যাহতি দেয়া হয়েছে। বহিষ্কারাদেশের মাত্র পাঁচদিন আগেই তিনি পদোন্নতি পেয়েছেন তিনি। এছাড়াও টাঙ্গাইল-৫ সদর আসনে জাতীয়পার্টির এমপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীও ছিলেন মোজাম্মেল হক।


বুধবার জাতীয় পার্টি দপ্তর দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সাংগঠনিক নির্দেশ অমান্য করায় এক চিঠিতে মোজাম্মেল হককে জাপার প্রাথমিক সদস্য পদসহ সকল পদ ও পদবি থেকে অব্যাহতির আদেশ দেয়া হয়েছে।


তবে পার্টির চেয়ারম্যান দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হলেও হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত তার অব্যাহতিপত্রে শৃঙ্খলা ভঙ্গের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এমনকি জাতীয় পার্টির প্যাডে পাঠানো ওই অব্যাহতির চিঠিতেও কোনো তারিখ উল্লেখ নেই।


বহিষ্কারের এমন খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন মোজাম্মেল হক। বৃহস্পতিবার এ বহিষ্কারাদেশের তথ্য নিশ্চিত করাসহ তিনি আবেগাল্পুত হয়ে বলেন, টাঙ্গাইল শহরে জাপার বাতি জ্বালানোর কোনো লোক ছিল না। সেখানে আমি খেয়ে না খেয়ে ওই দলের হাল ধরেছি। দীর্ঘ ২৮ বছর ধরে অলিগলি ঘুরে দলকে শক্তিশালী করেছি। দলের চেয়ারম্যান মাত্র ২ বছর আগেই ডেকে নিয়ে বললেন, তুমি নির্বাচন করবে টাঙ্গাইল-৫ সদর আসনে। তারপর থেকে রাত-দিন কাজ করে দলকে শক্তিশালী করেছি।


তিনি বলেন, গত চার বছর টানা টাঙ্গাইল জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ছিলাম। পরবর্তীতে মাত্র পাঁচদিন আগেই পদোন্নতি দিয়ে আমাকে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদকও করা হয়। তবে কেন এ পদোন্নতির মাত্র পাঁচ দিন পরই আমার কোনো পদ নেই। তাহলে কি এটা আমার দীর্ঘ ২৮ বছরের ত্যাগ তিতিক্ষার প্রতিদান।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com