শিরোনাম
কালিয়াকৈরে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক উদ্বুদ্ধকরন কর্মশালা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৮, ১৯:১২
কালিয়াকৈরে জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক উদ্বুদ্ধকরন কর্মশালা
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘জন্ম-মর্ত্যু নিবন্ধন সবার জন্য প্রয়োজন’ এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের উদ্বোগে অনুষ্ঠিত হলো জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা ও র‌্যালি।


বুধবার সকালে উপজেলা মিলানায়তন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঞ্চালনায় এ জন্ম-মৃত্যু নিবন্ধন বিষয়ক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়ক মো. আব্দুল বারিক। বিশেষ অতিথি ছিলেন, উপ-সচিব, সিভিল রেজিস্ট্রেশন, অধিশাখা মন্ত্রী পরিষদ বিভাগ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাসেল প্রমুখ।


এ সময় বক্তারা জন্ম-মর্ত্যু নিবন্ধনে মানুষের সুফল ও কুফল নিয়ে প্রায় ২ ঘণ্টব্যাপী আলোচনা করেন। দেশকে এগিয় নিতে গেলে জন্ম-মর্ত্যু নিবন্ধন সবার জন্য প্রয়োজন এ প্রতিপাদ্য সবার মাঝ ছড়িয়ে দেয়ার আহবান জানানো হয়।


এ সময় বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ্য ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com