শিরোনাম
টাঙ্গাইলের বাজারগুলো ভর্তি শীতকালীন সবজিতে
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৮, ১১:১০
টাঙ্গাইলের বাজারগুলো ভর্তি শীতকালীন সবজিতে
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের বাজারগুলো শীতকালীন সবজিতে ভরে গেছে। সরবরাহ বেশি থাকায় বাজারে আসা শীতের সবজির দাম অনেক কম। ফলে সব শ্রেণির ক্রেতারা চাহিদা অনুযায়ী সস্তায় সবজি কিনতে পারছেন।


টাঙ্গাইল শহরের পার্কবাজার, পাঁচআনী বাজার, ছয়আনী বাজার, আমিন বাজার (গোডাউন বাজার), সাবালিয়া বাজার, নতুন বাস টার্মিনাল বাজার, বটতলা বাজার, বউ বাজার ঘুরে এমনটি দেখা গেছে।


বাজরগুলোতে ফুলকপি প্রতিকেজি ২৫-৩৫ টাকা, বাধাকপি ২০-৩০ টাকা, বড়বটি ৩০-৪০ টাকা, লাল শাক ২০-২৫ টাকা, টমেটো (বিদেশি) ৮০-১০০ টাকা, টমেটো (দেশি) ৫০-৭০ টাকা, গাজর (বিদেশি) ৮০-১১০ টাকা, গাজর (দেশি) ৭০-৯০ টাকা, পালং শাক ৩০-৪০ টাকা, ধনে পাতা ৫০-৬০ টাকা, শিম ৪০-৬০ টাকা, লাউ ৫০-৬৫ টাকা, শশা ৩০-৪০ টাকা, মূলা ২৫-৩৫ টাকা, ঢেড়স ৪০-৫০ টাকা, ঝিঁঙ্গা ৪০-৫০ টাকা, চিচিঙ্গা ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।



বুধবার সকালে টাঙ্গাইলের পার্কবাজার পাইকারী বাজারগুলোতে গিয়ে দেখা যায়, আগাম শীতকালীন সবজিতে গোডাউন সয়লাব। দাম কম থাকায় খুচরা সবজি বিক্রেতারা বেছে বেছে ভাল সবজিগুলো কম দামে কিনে নিচ্ছেন।


খুচরা বিক্রেতারা জানান, বছরের এই সময়ে শীতকালীন সবজির দাম সাধারণত নাগালের বাইরে থাকে। কিন্তু এবার আগাম শীতের সবজি বাজারে বেশি আমদানি হওয়ায় দাম ক্রেতার নাগালের মধ্যেই।


তারা আরো বলেন, দেশের উত্তরাঞ্চল থেকে সাধারণত শীতের সবজি আগে বাজারে আসে। এবার টাঙ্গাইলের কৃষকরাও শীতকালীন সবজির আগাম চাষ করায় সেগুলো বাজারে ওঠেছে। ফলে সবজিতে বাজার ভরে গেছে, খুব সস্তায় সব ধরণের ক্রেতারা সহজে সবজি কিনতে পারছে। ভরমৌসুমে সবজির দাম আরো কমতে পারে বলে মনে করছেন তারা।



টাঙ্গাইল পার্ক বাজারে গিয়ে দেখা মেলে ক্রেতা নিয়ামুল ইসলাম মনির সঙ্গে। তিনি বলেন, কাঁচা বাজারে শীতের সবজির দাম অনেকটা নাগালের মধ্যে। এজন্য তারা প্রতিদিনই শীতের সবজি কিনতে পারছেন।


সবজি ব্যাবসায়ী হাসান জানান, এ বছর বৃষ্টি না হওয়ায় শীতের সবজি আগাম এসেছে। তাই ক্রেতারা কম দামে সবজি কিনতে পারছে।


টাঙ্গাইল সদর উপজেলার সবজি চাষী বিক্রমহাটীর নুরুল ইসলাম, আব্দুর রশিদ, ছামান আলী, মন্টু সরকার, গালা এলাকার সাইফুল, মজিদ মুন্সী, দাইন্যা এলাকার রফিকুল ইসলাম, আব্দুল মজিদ, আব্দুল মান্নান, সবেছ আলী।



তারাসহ অনেকেই জানান, তারা বেশি দাম পাওয়ার আশায় আগাম শীতের সবজির চাষ করেন। কিন্তু এবার উত্তরাঞ্চল থেকে শীতের আগাম সবজি এসে বাজার সয়লাব হয়েছে। এজন্য তাদের চাষ করা স্থানীয় সবজির দামও অনেক কমে গেছে। এবার শীতকালীন আগাম সবজিতে তারা লাভবান হতে পারবেন না।


কেউ কেউ মনে করেন, সবজি চাষের স্থলে তারা আগামীতে ধান বা অন্য ফসল লাগাবেন।


বিবার্তা/তোফাজ্জল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com