শিরোনাম
সাদুল্যাপুরে বাড়ছে শীত, কমছে সবজির দাম
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৮, ১১:০০
সাদুল্যাপুরে বাড়ছে শীত, কমছে সবজির দাম
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার প্রত্যন্ত অঞ্চলে শীত জেকে বসতে শুরু করেছে। তাল মিলিয়ে উৎপাদন বাড়ায় দাম কমতে শুরু করেছে শীতকালীন সবজির।


সাদুল্যাপুর উপজেলার বাজারে সবজি বিক্রেতা বাদশা মিয়া বলেন, স্থানীয়ভাবে পর্যাপ্ত উৎপাদন ও আমদানি থাকায় বাজারে সবজির দাম কমছে। কার্তিক প্রায় শেষ হতে চলেছে। সাধারণত অগ্রহায়ণ এবং পৌষ মাসেই শীতকালীন শস্য বেশি আসে। ফলে এ সময় সব ধরনের সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যেই থাকে।


বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম প্রতি কেজিতে কমেছে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। তবে আলুর দাম অপরিবর্তিত রয়েছে।


চলতি শীতকালীন সবজি হিসেবে ফুলকপি প্রতি কেজি ২০ টাকা, বাঁধাকপি ১৫ টাকা, সীম ৫০ টাকা, মূলা ১০ টাকা, লাউ ২০ টাকা, করলা ২০ টাকা, বেগুন ১৫ টাকা, বটবটি ১৫ টাকা, ঢেঁড়স ২০ টাকা, পালং শাক ৫ টাকা, আলু ২২ টাকা, টমেটো ৫০ টাকা, ওঁল ২৫ টাকা ও পুড়া আলু ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।


সবজি চাষী শাহ আলম মিয়া বলেন, গত সপ্তাহের চেয়ে এখন সবজি বেশি উৎপাদন হওয়ায় দাম অর্ধেক কমেছে। এভাবে যদি কমতে থাকে তাহলে লোকসানের হিসাব গুণতে হবে।


সবজি কিনতে যাওয়া আবুল কাশেম আকন্দ বলেন, কয়েকদিন আগের চেয়ে বর্তমানে কাঁচা তরকারির দাম কম। আরও কম হলে ভালো হতো।


সাদুল্যাপুর কৃষি কর্মকর্তা খাজানুর রহমান বলেন, সবজি উৎপাদন বেশি হওয়ায় দাম কিছুটা কমেছে। তারপরও কৃষক যে মূল্য পাচ্ছে এতে করে লোকসান হওয়ার কথা নয়।


বিবার্তা/তোফায়েল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com