শিরোনাম
চট্টগ্রামে অপহরণের আড়াই মাস পর শিশু উদ্ধার
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৮, ১৫:৫৫
চট্টগ্রামে অপহরণের আড়াই মাস পর শিশু উদ্ধার
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের বাকলিয়া থানা এলাকা থেকে অপহরণের দুই মাস ২১ দিন পর নাঈসুল হাসান (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। অপহরণের অভিযোগে দুই জনকে আটকও করা হয়েছে।


র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক মাশুকুর রহমান মঙ্গলবার বিবার্তাকে জানান, সোমবার মধ্যরাতে নগরীর রফিক সওদাগরের কলোনী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় দুই অপহরণকারী মো. সোহেল (৩০) ও মো. পারভেজ (২২) আটক করা হয়।


র‌্যাব-৭ এর মেজর মো. রবিউল ইসলাম বলেন, পেকুয়া থেকে নাঈমুল হাসানকে অপহরণ করে বাকলিয়ার রফিক সওদাগর কলোনির একটি কক্ষে আটকে রাখে মো. সোহেল ও মো. পারভেজ। গোপন সূত্রে খবর পেয়ে তাদের আটক করা হয় এবং অপহৃত শিশু নাঈমুল হাসানকে উদ্ধার করা হয়।


বিবার্তা/জাহেদ/কামরুল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com