শিরোনাম
ঋণ মেটাতে না পেরে কৃষকের আত্মহত্যা
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৮, ২১:৪০
ঋণ মেটাতে না পেরে কৃষকের আত্মহত্যা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রামে এনজিও ও দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন কৃষক আজাহার আলী (৫৫)। সুদে-আসলে সেই টাকা এত হয়ে গিয়েছিল যে তার পক্ষে পরিশোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে! এ অবস্থায় দিশেহারা হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন তিনি।


আজাহার আলী নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের মৃত পরাণ খাঁর ছেলে।


স্থানীয়রা জানান, সোমবার ভোরে ফোকপাল গ্রামের কানার্দীঘি পাড়ে আজাহারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গুরুত্বর অসুস্থ অবস্থায় নন্দীগ্রাম (বিজরুল) স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পুলিশ। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


আজহারের ছেলে সিরাজুল ইসলাম জানান, 'আমার বাবা বিভিন্ন এনজিও ও দাদন ব্যবসায়ীদের নিকট থেকে ঋণ নিয়েছিলেন। এনজিও ও দাদন ব্যবসায়ীদের সুদের টাকা পরিশোধ করতে না পেরে কীটনাশক ওষুধ পান করে আত্মহত্যা করেছেন। আমার বাবার মৃত্যুর জন্য দাদন ব্যসায়ীরাই দায়ীঅ


স্থানীয় দাদন ব্যবসায়ীদের বিচারের দাবি জানিয়েছে আজাহর আলীর পরিবার ও এলাকাবাসী।


সোমবার সন্ধ্যায় নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, কৃষক আজাহার আলীর আত্মহত্যা ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/মুনির/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com