শিরোনাম
লামায় ইঁদুর নিধন অভিযান শুরু
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৮, ১৭:৫৩
লামায় ইঁদুর নিধন অভিযান শুরু
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারা দেশের ন্যয় বান্দরবানের লামা উপজেলায়ও পালিত হচ্ছে 'ইঁদুর নিধন অভিযান ২০১৮'। এ উপলক্ষে সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি বের করা হয়।


‘ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন; সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য’ স্লোগানে বের হওয়া র‌্যালিটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


নির্বাহী কর্মকর্তা নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী। এতে উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা বিনতে সালাম, বি.আর.ডি.বি. কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী বিশেষ অতিথি ছিলেন। সভায় স্বাগত বক্তব্য দেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন কুমার দেব।


উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম জানান, প্রতি বছরের ন্যয় এবারও গত ১১ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১০ নভেম্বর পর্যন্ত ইঁদুর নিধন অভিযান কার্যক্রম চলবে।


বিবার্তা/আরমান/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com